প্রকাশিত: 22/03/2021
দেশব্যাপী কর্মসূচী অংশ হিসাবে ঝিনাইদহের পুলিশের সচেতনতামূলক মাস্ক বিতরণ ও ক্যাম্পেইন চলছে। মাস্ক পরার অভ্যেস, কোভিডমুক্ত বাংলাদেশ এই শ্লোগানে ঝিনাইদহে বাংলাদেশ পুলিশের মাস্ক বিতরণ কর্মসূচি পালিত হলো।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মুনতাসিরুল ইসলাম। এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার, ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান, ট্রাফিক ইনস্পেক্টর সালাউদ্দিন প্রেসক্লাবের সভাপতি এম রায়হানসহ অন্যান্য সাংবাদিক ও পুলিশ কর্মকর্তাবৃন্দ।
এসময় পুলিশ সুপার মাস্ক বিহীন পথচারীদের মাঝে মাস্ক বিতরণসহ সচেতনতা মূলক বক্তব্য রাখেন।দুপুরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে থানা পুলিশ ক্যাম্পেইন ও মাস্ক বিতরন করেছে।
পুলিশ মাস্কবিহীন পথচারী,বিভিন্ন যানবাহনের যাত্রীদেরকে করোনা ভাইরাস মোকাবেলায় সাবান পানি দিয়ে হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক ব্যবহারের জন্য পরামর্শ দেন। এছাড়া মাস্কবিহীনদের মাঝে ফ্রী মাস্ক বিতরণ করেন।
সহকারি পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান আইজি দেশব্যাপী জনগণকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করা হচ্ছে, তারা যেন হাত সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নেয়, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক ব্যবহার করে এবং স্বাস্থ্য বিধি মেনে চলে। তাছাড়া জনগণের মাঝে বিনামূল্যে আজ মাস্ক বিতরণ করা হচ্ছে।