কমলনগরে ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ সভাপতি আটক।

কমলনগরে ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ সভাপতি আটক।

লক্ষ্মীপুর জেলার অন্তর্গত কমলনগর উপজেলায় ইয়াবা সহ সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সামাদ রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০/০৩/২০২১ তারিখ শনিবার রাতে কমলনগর উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  এসময় পুলিশ তল্লাশী চালিয়ে তার শরীর থেকে ৯পিস ইয়াবা জব্দ করে। আব্দুস সামাদ রাজু উপজেলার চর লরেন্স এলাকার আবুল কাশেমের ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে ছাত্রলীগ নেতা রাজু ইয়াবা বিক্রি ও সেবনের সাথে জড়িত বলে গোপন সুত্রে খবর পাচ্ছেন তারা। আটকের সময় সাবেক ছাত্রলীগের এই নেতা ইয়াবার একটি বড় চালান বহন করে নিয়ে যাচ্ছেন বলে পুলিশের কাছে খবর আসে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করলে তার কাছে ৯পিস ইয়াবা পাওয়া যায়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলায় ছাত্রলীগ নেতা আব্দুস সামাদ রাজুকে গ্রেফতার দেখানো হয়েছে। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন আরো জানান, রোববার দুপুরে তাকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

আরও পড়ুন

×