সামাজিক কাজের পাশাপাশি রক্ত দিতেও ছুটে যান তারা

সামাজিক কাজের পাশাপাশি রক্ত দিতেও ছুটে যান তারা

গভীর রাতে খবর এলো কিডনীর সমস্যা জনিত এক রোগীর জরুরী ভিত্তিতে রক্ত প্রয়োজন। এদিক ওদিক খোঁজখবর নেওয়ার পরেও যখন রক্তের সন্ধান মিলল না, ঠিক সে সময়ে খবর এলো দিনাজপুরের ফুলবাড়ী থেকে পরিচালিত অরাজনৈতিক সামাজিক উন্নয়ন কর্মকা-মূলক সংগঠন ‘আমরা করব জয়’ এর সদস্যের কাছে।

তাৎক্ষণিক কোনধরণের চিন্তা করা ছাড়াই স্বেচ্ছায় রক্ত দিতে রাজি হয়ে যান সংগঠনের অন্যতম সদস্য উদিয়মান এক তরুণ। ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি। সংগঠনটি সূচনা লঘ্ন থেকেই সামাজিক কর্মকা-ে বেশ ভূমিকা রাখছে।

ইতোমধ্যে সংগঠনটি বেশ পরিচিত লাভসহ সুনাম কুড়িয়ে নিয়েছে। ইতোপূর্বেও সংগঠনের পক্ষ থেকে সংগঠনের সদস্য আব্দুর রহিম গুলুলু একটি ক্যান্সার জনিত রোগীকে রক্তদানের মধ্যদিয়ে রক্তদানের উদ্যোগকে গতিশীল করেছে। তারই ধারাবাহিকতা রক্ষার্থে গতকাল সোমবার আরো একটি জরুরী প্রয়োজনে সাড়া দিয়ে রক্ত দিতে ছুটে গেলেন সংগঠনের অন্যতম সদস্য মৌসুফ পারভেজ শুভ।

রক্তাদানকারী মৌসুফ পারভেজ শুভ বলেন, গত রবিবার গভীর রাতে খবর এলো এক কিডনীর সমস্যা জনিত রোগীর জরুরী ভিত্তিতে রক্ত প্রয়োজন। কোথাও তারা রক্ত না পাওয়া সংগঠনের সদস্যাদের সাথে কথা বলে ওই রোগীকে রক্তদানের সিদ্ধান্ত নেই। পরে গতকাল সোমবার স্থানীয় টিএম হেলথ কেয়ারে গিয়ে রক্ত দান করি। আমরা সংগঠনের পক্ষ থেকে মানুষের পাশে ছিলাম, আছি এবং সবসময় থাকবো ইনশাল্লাহ।

সংগঠনের প্রতিষ্ঠাতা প্লাবন শুভ বলেন, আমাদের মূল লক্ষ্যই মানুষের পাশে দাঁড়ানো। আর রক্তদান তো সবচেয়ে মহৎ কাজ। সংগঠনের পক্ষ থেকে যারাই রক্তদান করছেন আমি তাদেরকে স্যালুট জানাই। সামাজিক কাজের পাশাপাশি আামাদের এই ধরণের উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে। ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স বলেন, ‘আমরা করব জয়’ সংগঠনটির কার্যক্রম যেভাবে এগিয়ে যাচ্ছে, তা আগামীতে সমাজে দৃষ্টান্ত স্থাপন করবে।

আরও পড়ুন

×