নাইজারে জিহাদিদের হামলায় নিহত ১৩৭

প্রকাশিত: 23/03/2021

ডে-নাইট ডেস্ক :

নাইজারে জিহাদিদের হামলায় নিহত ১৩৭

নাইজারে জিহাদিদের নির্বিচার হত্যাকাণ্ডে ১৩৭ জন নিহত হয়েছেন। 

গতকাল সোমবার দেশটির মুখপাত্র জাকারিয়া আবদুর রহমানে বলেন, গত রোববার মালি সীমান্তে নাইজারের কয়েকটি গ্রামে জিহাদিদের হামলায় ১৩৭ জন নিহত হয়েছেন।

সরকারি টেলিভিশনে দেওয়া এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, এখন বেসামরিক লোকজনকে জিহাদিদের হাতে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। সশস্ত্র দস্যুরা তাদের অভিযানকে আরও নৃশংসতার দিকে নিয়ে যাচ্ছে। 

আজ মঙ্গলবার থেকে দেশটিতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া অপরাধী কর্মকাণ্ড যারা সংঘটিত করেছে, তাদের শাস্তির আওতায় নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানাযায়, রোববার বন্দুকধারীরা মোটরবাইকযোগে ইন্তাজায়ান, বাকোরাত ও উইসটেন গ্রামে এসে হামলা চালায়। এ হামালায় নিহতের সংখ্যা বেড়ে ১৩৭ জনে দাঁড়িয়েছে। 

নাইজারে জিহাদিদের এটিই এযাবতকালের সবচেয়ে প্রাণঘাতী হামলা। গত এক সপ্তাহে মালি-নাইজার সীমান্তে ২৩৬ জনের প্রাণহানি হয়েছে।
 

আরও পড়ুন

×