উখিয়া তে নোয়াহ মাইক্রোবাস অপহরণ করে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি

প্রকাশিত: 23/03/2021

নিজস্ব প্রতিবেদক

উখিয়া তে নোয়াহ মাইক্রোবাস অপহরণ করে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি

কক্সবাজার জেলার উখিয়াতে ভাড়া নেওয়ার নাম করে একটি নোয়াহ মাইক্রো অপহরণের অভিযোগ উঠেছে।

নোয়াহ মাইক্রোবাসটির রেজিস্ট্রেশন নাম্বার চট্ট মেট্রো চ (১১-৪৭৮১ ) গত ১৮ মার্চ রাত আনুমানিক আটটার সময় উখিয়া গরুর বাজার থেকে নোহা মাইক্রোর ড্রাইভার( নুরু) কে)  ব্যাপক মারধর করে রাস্তায় ফেলে দিয়ে উক্ত নোহা মাইক্রো টি অপহরণ করে নিয়ে যাওয়া হয়।এখনো পর্যন্ত অপহরণ হওয়া নোহা মাইক্রো টির সন্ধান পাওয়া যায়নি। অপহরণ হওয়া নোহা মাইক্রো টি উখিয়া মাইক্রোবাস সমিতির অধীনে আওতাভুক্ত ছিল। 

নোহা মাইক্রোর চালক ও মালিকের বরাত দিয়ে জানা যায়। অপহরণকারীরা এলাকার ত্রাস সন্ত্রাস-চাঁদাবাজি সহতাদের বিরুদ্ধে উখিয়া থানা ও কক্সবাজার থানাসহ বিভিন্ন থানায়, একাধিক মামলা রয়েছে। নোহা মাইক্রো অপহরণকারীরা হচ্ছে উখিয়ার মালিয়ার কুল ৩ নম্বর ওয়ার্ড এলাকার। বদিউর রহমানের পুত্র মীর আহমেদ। উখিয়া ফলিয়া পাড়ার, মোহাম্মদ হোসেনের পুত্র সমসুল আলাম। সহ পাঁচ থেকে ছয় জন।

অপহরণকারী রয়েছে অপহরণকারীদের নামে খুন গুম  অপহরণ ধর্ষণ মামলা সহ একাধিক মামলা রয়েছে, ওয়ারেন্টভুক্ত একাধিক মামলা থাকার পরেও প্রকাশ্যে ঘুরাফেরা করতে দেখা যায়, উক্ত অপহরণকারীদের কে। ভুক্তভোগী গাড়ির মালিক ও চালক, বলেছেন তারা গাড়িটির বিষয়ে থানায় জিডি এবং বিআরটিএ মাধ্যমে একটি মামলা দায়ের করবেন।

নোহা মাইক্রো গাড়িটি এখনো পর্যন্ত কেন কি কারনে অপহরণ করা হয়েছে সে বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি কারো কাছ থেকে। উক্ত অপহরণ হওয়ার নোহা মাইক্রো উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগী গাড়িটির মালিক।

আরও পড়ুন

×