প্রকাশিত: 24/03/2021
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সকাল ১১টায় ফুলবাড়ী কাটাবাড়ীস্থ ফুলবাড়ী প্রেসক্লাবের সম্মুখে পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ, খিষ্ট্রান ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন ফুলবাড়ী শাখা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব শ্রী ধীমান চন্দ্র সাহা, যুগ্ম আহবায়ক ও পৌর শাখার সাধারণ সম্পাদক শ্রী আনন্দ কুমার গুপ্ত, সদস্য শ্রী মহেন্দ্র নাথ সরকার, সদস্য অনিল চন্দ্র সরকার, ফুলবাড়ী শাখা হিন্দু, বৌদ্ধ, খিষ্ট্রান ঐক্য পরিষদের আহবায়ক জয়রাম প্রসাদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ‘আমরা এক দেশের নাগরিক। স্বাধীনতার মাসে আমাদের হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করা হয়েছে। আমাদের ধর্ম আলাদা হতে পারে। কিন্তু, রাষ্ট্র আমাদের সবার। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বিদেশি অতিথিদের কাছে আমাদের দেশ ও দেশের ভাবমূর্তিকে ছোট করতে একটি কুচক্রী মহল সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত-ভাবে এ হামলা চালানো হয়েছে।’
হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তির দাবি জানানো হয় সমাবেশে।