প্রকাশিত: 24/03/2021
জরাজীর্ণ ঘর মেরামতের জন্য নগদ অর্থ ও ঢেউটিন উপহার পেয়েছেন লক্ষীপুরের দৃষ্টিপ্রতিবন্ধী জসিম উদ্দিন। মঙ্গলবার (২৩ মার্চ) বিকালে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোশারেফ হোসেন এ উপহার সামগ্রী তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, লক্ষীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রবিউল ইসলাম খাঁন, সাংবাদিক সাগর ওয়াহিদ ফরহাদ, আব্দুল মালেক নিরব ও অফিস সহকারি রেজাউল করিম। জসিম উদ্দিন লক্ষ্মীপুর সদর উপজেলার চর রুহিতা গ্রামের চা দোকানি শামছুল হকের ছেলে। সে দৃষ্টিহীন হয়েও শেষ করে বর্তমানে পড়ছেন।
দৃষ্টিপ্রতিবন্ধী জসিম হোসেন বলেন, দীর্ঘদিন থেকে জরাজীর্ণ একটি টিনের ঘরে বসবাস করছি। কয়েকবার উপজেলা চেয়ারম্যান ও বিভিন্ন অফিসে আবেদন করেও ঘর পাইনি। সম্প্রতি জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ স্যারের কাছে নতুন ঘরের জন্য আবেদন করি।
সে আবেদনের প্রেক্ষিতে আজ নগদ সহায়তা ও ঢেউটিন উপহার পেয়েছি। যা দিয়ে ঘর মেরামত করতে পারবো। আজ আমি অনেক খুশি। কারন- বৃষ্টি হলে আর ঘরে পানি পড়বে না। ভিজতে হবে না আমার পরিবারের সদস্যদের।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী জসিম হোসেন একটি নতুন ঘরের জন্য আবেদন করেন। কিন্তু বরাদ্ধ না থাকায় সাময়িক মেরামতের জন্য জেলা প্রশাসকের নির্দেশে, তাকে নগদ ৬ হাজার টাকার চেক ও ২ বান ঢেউটিন উপহার দেওয়া হয়েছে। ভবিষ্যতে বরাদ্ধ আসলে নতুন ঘরের ব্যবস্থা করা হবে।