খাবারের সাথে দুই ডিম ভেজে না দেয়ায় যুবকের আত্মহত্যা

প্রকাশিত: 24/03/2021

নিজস্ব প্রতিবেদন :

খাবারের সাথে দুই ডিম ভেজে না দেয়ায় যুবকের আত্মহত্যা

ফরিদপুরের সালথায় খাবারের সাথে দুই ডিম ভেজে না দেয়ায় মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে মামুন শেখ (২২) নামে এক যুবক আত্মহত্যা করেন। 

গতকাল মঙ্গলবার দুপুরে নিজ ঘরে গলায় রুমাল পেঁচানো অবস্থায় ঝুলতে দেখে পরিবারের লোকজন তাকে নিচে নামিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় গ্রামে গ্রামে আইসক্রিম বিক্রি করতেন মামুন। দুপুরে খাবারের সাথে দুইটি ডিম ভাজা খেতে চেয়েছিল মায়ের কাছে। 
কিন্তু মা একটি ডিম ভেজে দেয়ায় মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার ওসি সুব্রত গোলদার। তিনি বলেন, মামুন শেখের আত্মহত্যায় পরিবারের এবং গ্রামের কারো কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।

আরও পড়ুন

×