ডিমলায় হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত

ডিমলায় হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও হিন্দু সম্প্রদায় গ্রামে লুটপাট, হামলা, নারীশ্লীলতাহানীসহ মন্দির প্রতিমা ভাঙচুরের ঘটনার প্রতিবাদে নীলফামারীর ডিমলা উপজেলায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪-মার্চ) বিকাল সারে ৩ টায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ ডিমলা উপজেলা শাখা কমিটির আয়োজনে উক্ত সংগঠনের সভাপতি বাবু নীরেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে স্মৃতি অম্লান চত্বরে এসে শতাধিক ব্যক্তির অংশ গ্রহণে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পারন করে৷ মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু মোহিত কুমার সিংহ রায়, সাধারণ সম্পাদক বাবু শৈলেন চন্দ্র রায়, সদস্য সুবাস চন্দ্র রায় সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সদস্য প্রতিকূল চন্দ্র রায় পলক, ভূষণ রায়, মিলন রায় প্রমুখ। এসময় বক্তারা শান্তিপ্রিয় বাংলাদেশে সম্প্রীতি নষ্টকারী উগ্রবাদী গোষ্ঠীকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবী জানান।

আরও পড়ুন

×