প্রকাশিত: 25/03/2021
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি বাড়িতে হঠাৎ বিস্ফোরণে তিন জন নিহত হয়েছেন। আজ বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার নয়াপাড়া গ্রামের একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে নয়াপাড়া গ্রামের বোরহান মিয়ার বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেয় পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান বলেন, কী কারণে, কীভাবে এ বিস্ফোরণের ঘটনা ঘটল, সেই বিষয়ে তাৎক্ষণিক ভাবে কিছু জানা যায়নি। এ ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।