প্রকাশিত: 26/03/2021
ডিমলায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫-মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার (এমপি)৷ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়শা সিদ্দীকা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু। আরও বক্তব্য রাখেন, রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান আতাউর রহমান সরকার প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রেজাউল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম, নির্বাচন কর্মকর্তা মাহাবুবা আক্তার বানু, সমবায় অফিসার আলমগীর জামান, ডিমলা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম আহবায়ক সাংবাদিক জাহাঙ্গীর রেজাসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান ও সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। বক্তারা, সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে ২৫ মার্চ গণহত্যা দিবস এর বিস্তারিত আলোচনা তুলে ধরেন।