শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে লক্ষ্মীপুরে প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: 26/03/2021

আব্দুল মালেক নিরব

শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে লক্ষ্মীপুরে প্রশিক্ষণ কর্মশালা

লক্ষ্মীপুরের রায়পুরে বেসরকারি স্কুল শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) দিনব্যাপি এ কর্মশালায় আয়োজন করেন কেরোয়া প্রাইভেট স্কুল ফোরাম। এতে উপজেলার কেরোয়া ইউনিয়নের ৭ টি বেসরকারি স্কুলের ২৬ জন শিক্ষক অংশগ্রহন করেন।  
কেরোয়া মডেল একাডেমীতে অনুষ্ঠিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন, প্রাইভেট স্কুল এসোসিয়েশনের জেলা সহ-সভাপতি রেজাউল করিম সুমন ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান সবুজ। ওয়ামির প্রশিক্ষক মোশারফ হোসেন, সাংবাদিক আব্দুল মালেক নিরব, সাগর ওয়াহিদ ফরহাদ, কেরোয়া মডেল একাডেমীর পরিচালক মো. রিয়াজ পাটোয়ারী ও প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন।  
প্রশিক্ষণ শেষে শিক্ষকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এসময় অতিথিরা বলেন, শিক্ষকদের মানোন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই। ভালো শিক্ষক হতে হলে ভালো মানুষ হতে হবে। জ্ঞান অর্জন করতে হবে। পাঠ্যবই ছাড়াও বিভিন্ন গল্প, উপন্যাস এবং মনীসীদের বই পড়তে হবে। শিক্ষার্থীদের উন্নত জীবন গঠনের জন্য মূখ্য ভূমিকা পালন করতে হবে শিক্ষকদের। 

আরও পড়ুন

×