প্রকাশিত: 27/03/2021
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে বঙ্গবন্ধুর রক্ত আছে বলেই
দেশ এখন স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরন
-মোস্তাফিজুর রহমান ফিজার এমপি
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য কি করেছেন তা যদি না দেখে থাকেন তবে তারই জ্যেষ্ঠ কন্যা দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য কি করছেন তা নিজেরাই দেখুন। বঙ্গবন্ধুর রক্ত এখনো বাংলার মাটিতে আছে বলেই দেশ এখন স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরন করেছে। একজন শেখ হাসিনা থাকলে কি হয় তা, যুদ্ধাপরাধীরা টেড় পাচ্ছে। একজন শেখ হাসিনা থাকলে অর্থনৈতিক সমৃদ্ধি কতটা ঘটে তা দৃশ্যমান। শেখ হাসিনা বাংলাদেশকে পৃথিবীর তিনটি সূচকেই সম্পূর্ণ করেছেন বলেই বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে পৌঁছেছে। শেখ হাসিনার এই রেকর্ডগুলো ভাঙার মতো ৫০০ বছরেও আর একজন শেখ হাসিনার জন্ম হবে না। আর এদিকে বিএনপি দেশের ক্ষতি করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করেই যাচ্ছে। সেই বিএনপি সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া তৎকালিন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার মহা পরিকল্পনা করেন। তারা কি দেশাদ্রোহী থেকে কিছু কম? যারা দেশেরই বিরোধীদলীয় নেত্রীকে হত্যা করতে চায় তাদেরকে দিয়ে দেশের ক্ষতি ছাড়া উন্নয়ন আশা করা যায় না।
গতকাল শনিবার দিনাজপুরের ফুলবাড়ীতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেছেন তিনি। সকাল ৯টায় ফুলবাড়ী প্রশাসনের উদ্যোগে এবং বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপির সহযোগিতায় সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপির নেতৃত্বে ফুলবাড়ী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, সহকারী কমিশনার (ভ‚মি) কানিজ আফরোজ প্রমুখ।
এতে বিভিন্ন সরকারি-বেরসরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।