প্রকাশিত: 28/03/2021
লক্ষীপুরের কমলনগর উপজেলায় দুই দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে দেশব্যাপী উদযাপনের অংশ হিসেবে কমলনগরে ও দুই দিনব্যাপী মেলার আয়োজন করা।
আজ শনিবার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহি অফিসার মোঃ কামরুজ্জামান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ওমর ফারুক সাগর, সহকারী কমিশনার ভূমি উদম পুষ্প চাকমা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু তাহের, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আখতারুজ্জামান ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, সমবায় কর্মকর্তা মোহাম্মদ হানিফ ,একাডেমিক সুপারভাইজার হাম্মদ আনোয়ার পারভেজ, শিক্ষক সাংবাদিক মিজানুর রহমান রহমান মানিক প্রমুখ।
মেলায় উপজেলার বিভিন্ন দপ্তরসহ সরকারি-বেসরকারি সংস্থার উদ্যোগে ৩৫ টি স্টল সেবা খাতের জানান দেওয়া হয় মেলায় উপজেলা ভূমি অফিসের সেবা গ্রহীতাদের মধ্যে তাৎক্ষণিক সেবা প্রদান করেন সহকারী কমিশনার ভূমি উদম পুষ্প চাকমা মেলার শেষ দিন রোববার দাপ্তরিক কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ কামরুজ্জামান । এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়।