লক্ষীপুরের কমলনগরে সেমিনার অনুষ্ঠিত

লক্ষীপুরের কমলনগরে সেমিনার অনুষ্ঠিত

‘স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। (আজ) রবিবার সকালে কমলনগর উপজেলা পরিষদ চত্বরে মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত ওই সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামান।

সহকারি কমিশনার (ভূমি) পুদম পুষ্প চাকমার সভাপতিত্বে দেশের শিক্ষা, স্বাস্থ্য, ভৌত-অবকাঠামোগত উন্নয়ন নিয়ে রিসোর্স পারসন ও প্যানেল আলোচক হিসেবে বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ আবু তাহের, প্রানী সম্পদ কর্মকর্তা ডা. আকতারুজ্জামান, কৃষি কর্মকর্তা আতিক আহমেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ মোজাম্মেল হোসেন, সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মোরশেদ আলম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ জহিরুল ইসলাম, শিক্ষক ও সাংবাদিক প্রতিনিধি মিজানুর রহমান মানিক প্রমুখ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন ও সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার আনোয়ার পারভেজ। এদিকে মেলার শেষ দিনেও উপজেলা ভূমি অফিসের স্টলে বসেই সেবাগ্রহিতাদের মধ্যে তাৎক্ষনিক সেবা প্রদান করেন সহকারি কমিশনার (ভূমি) পুদম পুষ্প চাকমা।

আরও পড়ুন

×