লক্ষীপুরের কমলনগরে অবৈধ কারেন্ট জাল পুড়িয়েছে কোস্টগার্ড

লক্ষীপুরের কমলনগরে অবৈধ কারেন্ট জাল পুড়িয়েছে কোস্টগার্ড

লক্ষীপুরের কমলনগরে গতকাল (রবিবার) বিকালে কমলনগর উপজেলা প্রাঙ্গণে বিশ হাজার মিটার কারেন্ট জাল পোড়ানো হয়।

শনিবার রাতে কমলনগরের মেঘনা নদীতে একদল জেলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করতে  গেলে, মৎস্য কর্মকর্তা আব্দুল কুদ্দুস ও কোস্টগার্ড অভিযান চালিয়ে তিনটি মাছ ধরা নৌকা থেকে প্রায় বিশ হাজার মিটার কারেন্ট জাল ও কিছু মাছ উদ্ধার করে।

রবিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, মৎস্য কর্মকর্তা আব্দুল কুদ্দুস, প্রাণিসম্পদ কর্মকর্তা আখতারুজ্জামান ও মহিলা বিষয়ক কর্মকর্তা মোরশেদ আলম এর উপস্থিতিতে জাল পড়ানো হয় । উল্লেখ্য যে মেঘনা নদীতে দুই মাস মাছ ধরা নিষেধ। কমলনগর কোস্টগার্ড কনটিজেন্ট থেকে জানাযায়

তিনটি নৌকার মাঝিরা জাল ফেলে নৌকা নিয়ে পালিয়ে যায়। পরে জালগুলো উদ্ধার করে উপজেলা চত্বরে নিয়ে এসে অগ্নিসংযোগ করা হয়। মাছগুলো দরিদ্রদের মাঝে বিলি করা হয়।

আরও পড়ুন

×