প্রকাশিত: 30/03/2021
শেখ হাসিনা কৃষকদের নিয়ে ভাবেন যাতে
তারা উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পান
-মোস্তাফিজুর রহমান ফিজার এমপি
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন কৃষক বান্ধব সরকার, তিনি গড়তে চেয়েছিলেন সোনার বাংলা। আজ তারই জ্যেষ্ঠ কন্যা দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের হাল ধরেছেন। বাংলার মাটিতে সোনার সফল ফলতে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন। তিনি কৃষকদের যন্ত্রনার কথা বুঝেন, জানেন। তাই তিনি কৃষকদের কষ্ট লাঘবে কৃষকদের পাশে দাঁড়িয়ে বিনামূল্য সাব, বীজের পাশাপাশি কৃষিক যন্ত্রপাতি দিচ্ছেন। শেখ হাসিনা কৃষকদের নিয়ে ভাবেন যাতে, তারা উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পান। বিএনপির আমলে সার নিয়ে সংঘাত হতো, প্রাণহানী হতো কিন্তু শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর কৃষককে আর সারের জন্য ছুটতে হয় না। সারই এখন কৃষকদের ঘরের দ্বারে দ্বারে ছুটে। এসবই সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কৃষিবান্ধব সরকার বলে।
গতকাল মঙ্গলবার দিনাজপুরের ফুলবাড়ীতে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক গ্রুপের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেছেন তিনি।
সকাল ১০টায় ফুলবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত কৃষি যন্ত্রপাতি বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন।
এতে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ প্রমুখ।
এতে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী, কৃষক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শেষে আনুষ্ঠানিকভাবে উপজেলার ৪৪ জন কৃষকের হাতে কৃষি যন্ত্রপাতি তুলে দেন সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।