কমলনগরের চরফলকন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে সাংবাদিক সাজ্জাদুর রহমান

কমলনগরের চরফলকন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে সাংবাদিক সাজ্জাদুর রহমান

আসন্ন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ ই এপ্রিল।দলীয় প্রতিকেই এবারের নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এখনই প্রতীক নিয়ে প্রচারণা শুরু করেছেন ক্ষমতাশীন দল আওয়ামীলীগের প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থীরা নিজ নিজ প্রচারণা চালাচ্ছেন।তবে আগের নির্বাচনগুলোর ন্যায় এবারও চরফলকনে একজন ব্যতিক্রমী প্রার্থী রয়েছেন।তিনি হলেন কমলনগর প্রেসক্লাবের উপদেষ্টা, দৈনিক যুগান্তরের সাংবাদিক ও চরফলকনের মাটি ও মানুষের নেতা সাজ্জাদুর রহমান সাজ্জাদ।

সাংবাদিকতার পাশাপাশি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।তার গণসংযোগ,উঠান-বৈঠকে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মত।তবে দলীয় প্রতিকে নির্বাচন হলেও এ ইউনিয়নের জনগন ও ভোটারদের নিকট এ নির্বাচন দলীয় প্রতীকের ঊর্ধ্বে। দলমত নির্বিশেষে সবাই চায় এমন প্রার্থী চেয়ারম্যান হোক, যাকে ইউনিয়নবাসী তাদের সুখ-দুঃখে পাশে পাবেন।আর এক্ষেত্রে তরুণ প্রার্থী হলে তো কথাই নেই।ভোটারদের মতে তরুণ এই সাংবাদিক নেতা এরই মধ্যে জনগণের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে ভোটাররা জানিয়েছেন, এলাকাবাসীর অত্যন্ত আস্থাভাজন ও তাদের সুখ-দুঃখের অংশীদার হিসেবে সাজ্জাদুর রহমানকে ফলকন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় তারা। এ ইউনিয়নে উঠতি বয়সী তরুন শিক্ষিত ভোটারদের মতে, জনপ্রতিনিধি না হয়েও সাজ্জাদ একজন পরিপুর্ণ সমাজসেবক।তার জিবনের বিশাল একটি অংশ চরফলকনের তৃনমুল পর্যায়ের খবরা-খবর জনগনের সুখ-দুঃখ-হাঁসি -কান্না-অভাব-অনটন-নদী ভাংগন ও সমস্যা সম্ভাবনা নিয়ে একের পর এক লেখালেখির পাশাপাশি জনগনকে সাধ্যমতো সাহায্য সহায়তা করে একজন তরুন সমাজ সেবক হিসেবে ফলকনবাসীর অভিভাবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন।শিক্ষিত নম্র-ভদ্র-পরোপকারী ও সমাজসেবায় অল্প দিনে একজন সফল সমাজ সেবক হিসেবে সাংবাদিক সাজ্জাদ জনগণের মনে স্থান করে নিয়েছেন। তরুন এই সমাজ সেবক সাংবাদিক সাজ্জাদকে স্থানীয় জনগণ সবসময়েই কাছে পায়। তাই স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণক এমন একজন কর্মীবান্ধব সাংবাদিককে চেয়ারম্যান প্রার্থী হিসেবে পেতে তারা খুবই আন্তরিক।

এ বিষয়ে স্থানীয়রা বলেন, একজন যোগ্যনেতা হিসেবে জনগণের সাথে রয়েছে তার যথেষ্ঠ সম্পর্ক।তিনি একজন ন্যায় বিচারক।
 

আরও পড়ুন

×