শার্শা সীমান্তে ১কেজি৭৫০ গ্রাম সোনার বারসহ আটক-১

 শার্শা সীমান্তে ১কেজি৭৫০ গ্রাম সোনার বারসহ আটক-১

বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকা  থেকে আজ বৃহস্পতিবার (১লা এপ্রিল) দুপুরে প্রায় ২কেজি ওজনের ১৫টি  সোনার বারসহ রানা হামিদ (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আটক রানা হামিদ বেনাপোল পোর্ট থানার খলসী গ্রামের আব্দুল গফ্ফরের ছেলে।

বিজিবি জানায়, গোপন  সংবাদে জানতে পারি, সোনা পাচারকারী একটি চক্র বেনাপোল বাজার থেকে সোনার  চালান নিয়ে অগ্রভুলোট  সীমান্ত দিয়ে ভারতে পাচারের জন্য পাঁচভুলোট  গ্রামের একটি চায়ের দোকানে অপেক্ষা করছে। এমন গোপন সংবাদে পাঁচভুলোট গ্রামে অভিযান চালিয়ে  সন্দেহভাজন রানা হামিদ নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে ৩টি প্যাকেটে মোট ১৫টি সোনার বার পাওয়া যায়। 

জব্দকৃত সোনার ওজন ১কেজি ৭৫০ গ্রাম। আটক রানা হামিদ র্দীর্ঘদিন ধরে চোরচালানের সাথে জড়িত বলে স্বীকার করে। উদ্ধারকৃত মূল্য প্রায় ১কোটি  টাকা বলে জানায় বিজিবি।

২১বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুর এলাহী সোনা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান,  সোনারবার সহ আটক আসামীকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×