হাজিরহাট ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষের বিদায় সংবর্ধনা      

হাজিরহাট ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষের বিদায় সংবর্ধনা      

লক্ষ্মীপুরস্থ কমলনগরের স্থানীয় হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ জায়েদ হোসাইন ফারুকীর অবসর জনিত উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার মাদ্রাসা মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তৌহিদুল ইসলাম। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপকূল সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ আব্দুল মোতালেব, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ হুমায়ূন কবির, ইসলামী ব্যাংক লক্ষ্মীপুর শাখা ব্যবস্থাপক (এভিপি) মোঃ ছানা উল্লাহ, অধ্যক্ষ মাওলানা আবদুল হাকিম, আলী হোসাইন, আরিফ হোসেন, সরদার সৈয়দ আহমেদ, জ্যেষ্ঠ প্রভাষক মোঃ জামাল উদ্দিন, প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন, মিজানুর রহমান মানিক, প্রাক্তন শিক্ষার্থী ফারুক হোসাইন নুরনবী, সাংবাদিক সাজ্জাদুর রহমান, ইউছুফ আলী মিঠু প্রমুখ। 

মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে এক পর্যায়ে বিদায়ী অধ্যক্ষকে মাদ্রাসা শিক্ষক পরিষদ, গভর্নিং বডি ও শিক্ষার্থীদের পক্ষে মানপত্র 'শ্রদ্ধাঞ্জলি' প্রদান করেন উপাধ্যক্ষ মাওলানা মোঃ দেলোয়ার হোসাইন।

আরও পড়ুন

×