প্রকাশিত: 05/04/2021
লক্ষ্মীপুর জেলার অন্তর্গত কমলনগর উপজেলায় চলছে, লকডাউনের প্রথম দিনের সরকারি নির্দেশ অমান্য করা এবং মাক্স পরিধান না করায় অর্থদণ্ড। পাশাপাশি এ সময় মাক্স ও বিতরণ করা হয়। আজ ৫ এপ্রিল বেলা ১২ ঘটিকার সময় উক্ত অভিযান পরিচালনা করেন কমলনগর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা (এসিলেন্ড) কুদম পুষ্প চাকমা
এসময় কমলনগর উপজেলার হাজির হাট, চর লরেন্স, করইতলা ও তোরাবগঞ্জ বাজারে বিভিন্ন মানুষকে করোনা সচেতনতায় বিভিন্ন সচেতনতামূলক কথা বলেন তিনি। পাশাপাশি মাক্স পরিধান না করায় কয়েকজনকে জরিমানাও করা হয়।