করোনায় বিশ্বজুড়ে মৃত্যু ৩০ লাখ ছাড়াল

প্রকাশিত: 07/04/2021

নিজস্ব প্রতিবেদন :

করোনায় বিশ্বজুড়ে মৃত্যু ৩০ লাখ ছাড়াল

বিশ্বজুড়ে লাগামছাড়া হয়ে উঠেছে কোভিড-১৯ মহামারি। প্রায় সব দেশের মতো বাংলাদেশেও প্রতিদিনই অন্য অন্য দিনের রেকর্ড ভাঙছে। পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানি। ইতোমধ্যে বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের হিসাব অনুযায়ী, আজ মঙ্গলবার বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে গেছে। বিশ্বে করোনাভাইরাসজনিত মৃত্যু ২০ লাখ ছাড়াতে সময় লেগেছিল এক বছরেরও বেশি। আর পরের ১০ লাখ প্রাণহানি হয়েছে মাত্র তিন মাসের ব্যবধানে।

বিশ্বে দৈনিক গড় মৃত্যুতে সবার ওপরে রয়েছে লাতিন আমেরিকার ব্রাজিল। প্রতিদিন বিশ্বের এক-চতুর্থাংশ করোনাজনিত মৃত্যু হচ্ছে ব্রাজিলে। 

এদিকে আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর দেয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ২১৩ জনের। একই সময়ে মারা গেছেন ৬৬ জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হয়েছেন ৬ লাখ ৫১ হাজার ৬৫২ জন। আর এ পর্যন্ত মোট মারা গেছেন ৯ হাজার ৩৮৪ জন। 

আরও পড়ুন

×