সুনামগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ নিহত ২

প্রকাশিত: 08/04/2021

নিজস্ব প্রতিবেদন :

সুনামগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ নিহত ২

সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে ২ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও দুজন।

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে দক্ষিণ সুনামগঞ্জ থানার ডুংরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে নিহতরা হলেন, ডুংরিয়া গ্রামের ওসমান মিয়ার ছেলে আব্দুল তাহিদ (৬২) ও রাফিদ মিয়ার ছেলে রিপন মিয়া (৪২)।

স্থানীয়রা সূত্রে জানা যায়, জমি নিয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানার ডুংরিয়া গ্রামের আব্দুল তাহিদের সঙ্গে তার ভাই রাফিদ মিয়ার ছেলে রিপন মিয়ার বিরোধ চলছিল। এ নিয়ে আজ সকাল ৮টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুদলের সংঘর্ষ হয়।

এ সময় গুরুতর আহত আব্দুল তাহিদ ও রিপন মিয়াকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চাচা ও ভাতিজাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মুক্তাদীর আহমদ। তিনি জানান, জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষের সময় ২ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন

×