সার্জিক্যাল মাস্ক নয় নিজেদের তৈরি কাপড়ের মাস্ক পড়ুন : মোস্তাফিজুর রহমান এমপি

সার্জিক্যাল মাস্ক নয় নিজেদের তৈরি কাপড়ের মাস্ক পড়ুন : মোস্তাফিজুর রহমান এমপি

প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, বর্তমানে আমরা শুধুই মহামারীতেই নয়, আমরা অতি মহামারিতে রয়েছি।

প্রত্যেক পাড়া-মহল্লায় জনসচেতনতা সৃষ্টি করতে চেয়ারম্যান, ইউএনও, পুলিশ, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ সকল সরকারি কর্মকর্তাদেরকে উদ্বুদ্ধকরণ কর্মসূচি গ্রহণ করতে হবে। সকলের মাস্ক পরা নিশ্চিত করতে হবে। সার্জিক্যাল মাস্ক নয়, নিজেরাই কাপড় দিয়ে মাস্ক বানিয়ে পড়ুন।

তিনি চেয়ারম্যান, ইউএনও, পুলিশ, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ সকল সরকারি কর্মকর্তাদেরকে উদ্দেশ্য করে বলেন, এখন তো কোন কাজ নেই। এটি মুক্তিযুদ্ধ মনে করে সকলকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করুন। যাতে প্রত্যেকে নিজেদের তৈরি কাপড়ের মাস্ক পরেন।

সাথেই আপনারা যে যত পারবেন নিজেরাই কাপড়ের মাস্ক বানিয়ে বিতরণ করুন। আপনারা উদ্যোগ নিলে ফুলবাড়ীতে পাঁচদিনের মধ্যে সকলের মুখেই মাস্ক থাকবে। আর আপনারা যদি এটি করতে পারেন তবে আপনাদের এই উদ্যোগকে অনুসরণ করবে অন্যান্য জেলা-উপজেলাগুলো।

গতকাল বৃহস্পতিবার দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ করণীয় সম্পর্কিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন তিনি।

সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া, প্রধান শিক্ষক আব্দুল আলিম প্রমুখ। এতে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×