অবধৈভাবে ভারতে প্রবেশের চেষ্টা, বিজিবির হাতে আটক ৪

অবধৈভাবে ভারতে প্রবেশের চেষ্টা, বিজিবির হাতে আটক ৪

ঝিনাইদহের মহশেপুর সীমান্ত দিয়ে অবধৈভাবে ভারতে যাওয়ার সময় ০৪ জনকে আটক করেছে ৫৮ বজিবি।সীমান্তের মাটিলা বিওপির দায়িত্বপুর্ন এলাকার সীমান্ত পিলার ৫২/১০-আর এর নিকট থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, বাদল মজুমদাররে ছেেল সবুজ মজুমদার, সবুজ মজুমদারের স্ত্রী সানজিদা আক্তার, সবুজ মজুমদারের সন্তান সোহা ও ইশা। তাদের সকলের বাড়ি ভোলার চরফ্যাশান থানার নীলকমল গ্রামে।

তাদেরকে মহেশপুর থানায় সোর্পদ্দ করা হয়েছে।

আরও পড়ুন

×