প্রকাশিত: 11/04/2021
ক্ষেতের ধান খাওয়ায় বাবুই পাখির বাসায় আগুন ধরিয়ে দিয়েছেন ঝালকাঠির এক কৃষক। এতে ৩৩টি বাবুই পাখির ছানা পুড়ে মারা গেছে।
গতকাল শুক্রবার দুপুরে নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়, ক্ষেতের ধান খাওয়ায় উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের সিদ্দিক মার্কেটের সামনের তাল গাছে থাকা বাবুই পাখির বাসায় আগুন ধরিয়ে দেন কৃষক জালাল সিকদার। এসময় আগুনে পুড়ে ৩৩টি বাবুই ছানা মারা যায়।
তার এমন আচরনের জন্য এলাকার পাখিপ্রেমী অভিজিৎ আজ শনিবার সকালে ঝালকাঠি বন বিভাগকে একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে কৃষক জালাল সিকদার বলেন, আমার ক্ষেতের ধান প্রতিদিন পাখি খেয়ে ফেলায় আমি লোকসানের মুখে পড়েছি। এ জন্য মেজাজ গরম থাকায় পাখির বাসা নষ্ট করেছি। আমি এজন্য অনুতপ্ত।