মেয়ের বিয়ের যৌতুকের টাকা জোগাড় করতে না পেরে বাবার আত্মহত্যা

প্রকাশিত: 11/04/2021

নিজস্ব প্রতিবেদন :

মেয়ের বিয়ের যৌতুকের টাকা জোগাড় করতে না পেরে বাবার আত্মহত্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডে মেয়ের বিয়ের যৌতুকের টাকা জোগাড় করতে না পেরে এক রিকশাচালক বাবা আত্মহত্যা করেছেন।  

গতকাল শুক্রবার রাতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন জামাল। 

আজ শনিবার দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয়রা সূত্রে জানাযায়, নিহত জামাল শারিরীক প্রতিবন্ধী। তবে ব্যাটারিচালিত রিকশা চালিয়ে সংসার চালাতেন। দুই মাস আগে তার এক মেয়েকে বিয়ে দিয়েছেন। যৌতুক নিয়ে মেয়ের শশুরবাড়ির লোকজনের মধ্যে বনিবনা হচ্ছিল না। 

এক পর্যায়ে পরিবারের মধ্যে অশান্তি নেমে আসে। তারই জের ধরে শুক্রবার গভীর রাতে আত্মহত্যা করেন তিনি। 

এ বিষয়ে সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক বলেন, মেয়েকে বিয়ে দেওয়ার পর শশুরবাড়ির লোকজন যৌতুকের টাকা দাবি করছিলেন। এছাড়া তার বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে। সেই মামলার হাজিরা দেওয়ার টাকা জোগাড়ে হিমশিম খাচ্ছিলেন। এজন্য হয় তো আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন

×