প্রকাশিত: 11/04/2021
হবিগঞ্জের লাখাই উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন।
গতকাল শনিবার রাত ৩টার দিকে উপজেলার গুনিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গণপিটুনিতে নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মাধবপুর উপজেলার পুরাইখলা গ্রামের ইউনুস মিয়ার ছেলে হুমায়ুন মিয়া (৪০) এবং আরেকজনের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা সূত্রে জানাযায়, গুনিপুর গ্রামে বেশ কিছু দিন ধরে ডাকাতদের উপদ্রব বেড়ে গেছে। তাই গ্রামবাসীরা রাত জেগে পাহারা দেয়।
শনিবার দিবাগত রাত ৩টার দিকে পাঁচজনের একটি ডাকাত দল জালাল মিয়ার বাড়িতে হানা দেয়। এ সময় ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন বের হয়ে ডাকাতদের ধাওয়া করে দুজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ওসি সাইদুল ইসলাম। তিনি জানান, পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।