ভারতে একদিনে দেড় লাখের বেশি করোনা শনাক্ত

প্রকাশিত: 11/04/2021

ডে-নাইট ডেস্ক :

ভারতে একদিনে দেড় লাখের বেশি করোনা শনাক্ত

ভারতে প্রতিদিন করোনাভাইরাসের সংক্রমণের নতুন নতুন রেকর্ড গড়ছে। ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৫২ হাজার ৮৭৯ জন। 

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানানো হয়েছে। একই সময়ে দেশটিতে করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৯০ হাজার ৫৮৪ জন। এছাড়া মৃত্যু হয়েছে ৮৩৯ জনের।

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ এড়াতে ভারতের বিভিন্ন রাজ্যে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞার মধ্যে আছে রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত কারফিউ, সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ক্রীড়া, বিনোদন, শিক্ষামূলক, সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠানে জনসমাগম করা যাবে না।

ভারতের যেসব রাজ্যে করোনা সংক্রমণের হার বেশি তার মধ্যে অন্যতম মহারাষ্ট্র। রাজ্যটিতে সপ্তাহব্যাপী লকডাউন আরোপ করেছে দেশটির সরকার। 

আরও পড়ুন

×