গাজীপুরে বিদ্যুৎস্পর্শে নিহত ১

প্রকাশিত: 13/04/2021

নিজস্ব প্রতিবেদন :

গাজীপুরে বিদ্যুৎস্পর্শে নিহত ১

গাজীপুরে বিদ্যুৎস্পর্শ হয়ে ব্যাটারিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন।

গতকাল রোববার রাতে গাজীপুর সিটি করপোরেশনের উত্তর ছায়াবীথি শ্মশানঘাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

বিদ্যুৎস্পর্শে নিহতের নাম হাকিম মিয়া (২০) ময়মনসিংহের নান্দাইল থানার আশুমপুর এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন সদর থানার সহকারী এএসআই আলমগীর হোসেন। তিনি জানান, উত্তর ছায়াবিথী শ্মশানঘাট এলাকায় বাসা ভাড়া থেকে অটোরিকশা চালাতেন হাকিম মিয়া।

রোববার রাতে গ্যারেজে তার অটোরিকশা চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পর্শ হয়ে গুরুতর আহত হন তিনি। এ সময় লোকজন তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন

×