এডেন সাগরে নৌকা ডুবে ৩৪ শরণার্থীর মৃত্যু

প্রকাশিত: 13/04/2021

ডে-নাইট ডেস্ক :

এডেন সাগরে নৌকা ডুবে ৩৪ শরণার্থীর মৃত্যু

ইয়েমেন থেকে মধ্যপ্রচ্যের দেশগুলোতে যাওয়ার পথে আফ্রিকার শরণার্থী বোঝাই একটি নৌকা এডেন সাগরে ডুবে ৩৪ জন শরণার্থীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার ভোর ৪টার দিকে আফ্রিকার দেশ জিবুতির উপকূলে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাটি ডুবে যায়। 

বিষয়টি নিশ্চিত করেছেন অভিবাসনবিষয়ক সংস্থা (আইওএম) কর্মকর্তা মোহাম্মদ আবদিক। তিনি জানান, ইয়েমেন থেকে দালালদের মাধ্যমে ৬০ যাত্রী নিয়ে নৌকাটি এডেন উপসাগরের জিবুতির উপকূলে ডুবে যায়। এতে নারী ও শিশুসহ ৩৪ জন মারা যান।

ধারণা করা হচ্ছে, করোনাভাইরাস সংক্রমণ বিধিনিষেধ ও কড়াকড়ির কারণে তারা সৌদি আরবে প্রবেশে ব্যর্থ হয়। এর পর তারা ইয়েমেনে আটকা পড়ে। সেখান থেকে ফেরার পথে নৌকাডুবির ঘটনা ঘটে।

আরও পড়ুন

×