প্রকাশিত: 14/04/2021
কক্সবাজারের রামু উপজেলার অন্তর্গত জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্ব পাড়া নবরত্ন আইডিয়াল স্কুল মাঠ প্রাঙ্গনে,
প্রবাসী মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে মেহেদী হাসান আইমনের অর্থায়নে,
পবিত্র মাহে রমজান উপলক্ষে শতাধিক পরিবারকে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রী বিতরণ করার সময় উপস্থিত ছিলেন রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম সেলিম,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহাম্মদ প্রিন্স,
বর্তমান আট নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জসিমুল ইসলাম মেম্বার ও তিন নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম মেম্বার,
আরো উপস্থিত ছিলেন তরুণ সমাজ সেবক আনসারুল আলম,
আরও অনেকে উপস্থিত ছিলেন। গত বছর এই দিনে প্রবাসী কল্যাণ মানাবক সংগঠনের উদ্যোগে এবং মেহেদী হাসান আইমনের ইফতার সামগ্রী বিতরণ করা হয়। তেমনি এই বছরও বিগত বছরের ন্যায় অসহায় পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন ।
যেসব অসহায় পরিবার ইফতার সামগ্রীর পেয়েছেন তারা মেহেদী হাসান আইমনের জন্য
খুশিতে মন ভরে দোয়া করবেন বলে জানিয়েছেন অতি দরিদ্র অসহায় পরিবার।
মেহেদি হাসান আইমনের যেন আগামীতে এভাবে গরীব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে আমরা সবাই এই উদ্যোগকে সাধুবাদ জানাই।