দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে সংঘর্ষ নিহত ৩ 

প্রকাশিত: 20/10/2019

নিজস্ব প্রতিবেদন

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে সংঘর্ষ নিহত ৩ 

আজ দক্ষিন আমেরিকার দেশ চিলিতে একটি সুপার মার্কেটে গুলিতে নিহত হয়েছে ৩ জন । বিক্ষোভ চলাকালিন সময়ে এই ঘটনা ঘটে । এই বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন মেয়র কারলা রুবিলা । 

জানা গেছে দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে মেট্রো রেল ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে এই ঘটনা ঘটে ।  চিলিকে বলা হয় দক্ষিণ আমেরিকার সবচেয়ে স্থিতিশীল দেশ গুলোর মধ্য একটি ।

তবে চিলিতে এখন প্রতিদিন মানুষের জীবনধারণের ব্যয় বেড়ে চলেছে । এতে জন গনের মধ্য ক্ষোভ সৃষ্টি হয়েছে । গত কয়েক বছরে দক্ষিন আমেরিকার বা লাতিন আমেরিকায় এমন ঘটনা ঘটেনি । 

বিক্ষোভ কারিরা বেশ কয়েকটি বাসে আগুন লাগিয়ে দেন । এই বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে পুলিশ গ্যাস ছোড়ে , এবং জলকামান থেকে গরম পানি ছিটাতে শুরু করেন । এই ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ৩০০ জনকে আটক করেছে পুলিশ । তবে এই ঘটনায় আহত হয়েছে প্রায় দেড় শতাধিক লোক ।  

আরও পড়ুন

×