কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমীর উদ্যেগে শিল্পীদের মাঝে ''মায়ার ঝুড়ি '' বিতরণ ৷

কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমীর উদ্যেগে শিল্পীদের মাঝে ''মায়ার ঝুড়ি '' বিতরণ ৷

" মায়ার ঝুড়ি", কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ইউএনও মুনতাসির জাহান মহোদয় এর আন্তরিকতা, শিল্পকলা একাডেমির  নির্বাহী কমিটি এবং কিছু  সদস্যদের সহযোগিতায়  আজ ২০ এপ্রিল (মঙ্গলবার ) বেশ কিছু শিল্পী এবং যন্ত্রশিল্পীদের হাতে ভালোবাসার উপহার " মায়ার ঝুড়ি " প্রদান করা হয়। কাপ্তাই  শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক এবং  বিশিষ্ট সাংবাদিক ঝুলন দত্ত জানান ,যে সমস্ত শিল্পীবৃন্দ ভালবাসার উপহার  পান নাই, দ্বিতীয় ধাপেও তারা পাবেন। এই কৃতিত্ব সকলের।  সকলের সহযোগিতা এবং ভালোবাসা না থাকলে একটা সংগঠন চলে না।।  আবারও সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।। 

ধন্যবাদ জানাই, আমাদের অক্টোপ্যাড বাদক অভিজিৎ দাশ কিষানকে সারাক্ষণ মোটরসাইকেল নিয়ে এই মহতী কাজের সঙ্গী হবার জন্য।।

আরও পড়ুন

×