নীলফামারীতে নিজ ঘরে মিলল মাদক ব্যবসায়ীর লাশ

প্রকাশিত: 22/04/2021

নিজস্ব প্রতিবেদন :

নীলফামারীতে নিজ ঘরে মিলল মাদক ব্যবসায়ীর লাশ

নীলফামারীর ডোমার উপজেলায় নিজ ঘর থেকে মিজানুর রহমান (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার ৪নং ওয়ার্ড ছোটরাউতা কাজিপাড়ার নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  

বিষয়টি নিশ্চিত করেছেন ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান। তিনি জানান, মরদেহ তার বাসা থেকে উদ্ধার করা হয়েছে। মিজানুরকে শ্বাসরুদ্ধ করে কে বা কারা হত্যা করে চেয়ারে হেলান দিয়ে রেখেছে। তদন্ত চলছে এবং মামলার রুজু প্রক্রিয়াধীন। বৃহস্পতিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হবে।

আরও পড়ুন

×