প্রকাশিত: 22/04/2021
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের ঝিনাইদহে লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি শুরু করলেন ঝিনাইদহ জেলা প্রশাসক।
আজ বৃহস্পতিবার সকালে প্রায় এক হাজার কর্মহীন নিম্ন আয়ের মানুষের হাতে ১০ কেজি করে চাল তুলে দিলেন জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান। তাছাড়া প্রত্যেককে ২ শ করে টাকা প্রদান করলেন পৌরসভা মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।সেসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুর রশীদ, জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক, সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম শাহীন, ভাইস চেয়ারম্যান আরতী দত্ত, জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের উপপরিচালক সুচন্দন মন্ডলসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।