হাজীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: 23/04/2021

নিজস্ব প্রতিবেদন :

হাজীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চাঁদপুর জেলার হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে জান্নাতুল ফেরদাউস (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার সকালে উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর (উত্তর) ইউনিয়নের মোহাম্মদপুর সাহেব বাড়িতে এ ঘটনা  ঘটে।

নিহত জান্নাত ওই বাড়ির কাউছার আলমের এক মাত্র কন্যাসন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, জন্নাত সকালে তার মা সাদিয়ার কাজের ফাঁকে ঘর থেকে বেরিয়ে যায়। পরে তাকে খুঁজে পাওয়া যায়নি। এক পর্যায়ে তাকে পুকুরে ভাসতে দেখে বাড়ির লোকজন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শোয়েব আহমেদ চিশতী। তিনি জানান, শিশুটি হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বিষয়টি হাজীগঞ্জ থানায় জানিয়ে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×