ফুলবাড়ীতে ৪০০ জনের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ফুলবাড়ীতে ৪০০ জনের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল রবিবার সোনার বাংলা ফাউন্ডেশন ও টিএম হেলথ কেয়ার সেন্টারের যৌথ উদ্যোগে ৪০০ জনের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সকাল ১১টায় টিএম হেলথ কেয়ার সেন্টার চত্বরে আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে ৪০০ জন বাস, মাইক্রো শ্রমিক ও কি-ার গার্টেন স্কুলের ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের মাঝে প্রধান অতিথি হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেন টিএম হেলথ কেয়ার সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. মোশাররফ হোসেন বাবু।

এসময় উপস্থিত ছিলেন পরিচালক মো. কামরুজ্জামান, পরিচালক প্রভাষক মো. মোকাররম হোসেন বিদ্যুৎ, দিনাজপুর শাখা ইমদাদ সিতারা খান কিডনী সেন্টারের পরিচালক প্রভাষক মো. সাদেকুল ইসলাম, ম্যানেজার সোহাগ আলী প্রমুখ। 

আরও পড়ুন

×