রাঙ্গুনিয়ায় শিল্পীর জন্য শিল্পীর ভালবাসার উপহার

রাঙ্গুনিয়ায় শিল্পীর জন্য শিল্পীর ভালবাসার উপহার

করোনার দ্বিতীয় ঢেউ শুরুর সাথে সাথে জনজীবন আবারো বিপর্যস্ত হয়ে উঠেছে ৷ সংস্কৃতি কর্মকান্ড পুরোপুরী বন্ধ হয়ে গেছে ৷

তাই করোনার এই লকডাউন চলাকালীন সময়ে রাঙ্গুনীয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও )জনাব মাসুদুর রহমান মহোদয়ের আন্তরিক সহযোগীতায় রাঙ্গুনিয়ার বিশিষ্ট সংগীতজ্ঞ রাতুল বৈদ্য মহোদয়ের উদ্যেগে ২৬ এপ্রিল সোমবার রাঙ্গুনিয়ার প্রত্যন্ত অঞ্চলের কন্ঠ  এবং  যন্ত্র শিল্পিদের মাঝে ঘরে ঘরে গিয়ে ভালবাসার  ঊপহার পৌঁছে দেন ৷

সার্বিক সহযোগীতা করেন নাট্য ব্যাক্তিত্ব আইয়ুব মাহমুদ ,তবলা শিল্পী দিপন বড়ুয়া  ,অক্টপ্যাড যন্ত্রশিল্পী রাতুল দাশ নিপুর ৷

জনপ্রিয় কন্ঠশিল্পী রাতুল বৈদ্য বলেন ,,শিল্পীর জন্য শিল্পীর ভালবাসা  দিতে যে সমস্ত শিল্পীবৃন্দ ,ইউএনও স্যার আন্তরিক সহযোগীতা করেছেন তার জন্য অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি ৷

আরও পড়ুন

×