গাজীপুরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

প্রকাশিত: 26/04/2021

নিজস্ব প্রতিবেদন :

গাজীপুরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক  নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরও পাঁচজন।

আজ সোমবার ভোরে উপজেলার কালিকুঠি গ্রামে এ ঘটনা ঘটে।

গণপিটুনিতে নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৪০ বছর।

আহত ব্যক্তিরা হলেন- দেলোয়ার হোসেন (২৮), নাহিদ মিয়া (২৮), হাসান আলী (৩২), গাজী হোসেন (৩৪) ও আলমগীর হোসেন (৩৫)।

স্থানীয়রা জানান, আজ সোমবার ভোরে গরু চোরের একটি চক্র কালিকুঠি গ্রামে হানা দেয়। এ সময় গ্রামবাসী টের পেয়ে তাদের হাতেনাতে ধরে ফেলে। এ সময় তাদের গণপিটুনিতে এক চোর ঘটনাস্থলেই মারা যায়। বাকিদের চিকিৎসা চলছে। তবে আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক। তিনি জানান, এ ঘটনায় একজন নিহত হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন

×