প্রকাশিত: 27/04/2021
ঝিনাইদহ শহরের হাসান ক্লিনিকের সামনে এক ভয়াবহ অগ্নকান্ডে তিতাস ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানের কয়েক লাখ টাকার সম্পদ ভস্মিভুত হয়েছে। সটসার্কিট থেকে সোমবার দুপুরে এই অগ্নিকান্ড ঘটে।
অগ্নিকান্ডে ঘরের মধ্যে থাকা লাখ লাখ টাকা মুল্যের অফসেট পেপারসহ বিভিন্ন জিনিস মুহুর্তেই পুড়ে ছাই হয়ে যায়। ঝিনাইদহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুমন আলী জানান, বিকাল ৩টার দিকে আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছায়।
অনেকক্ষন চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনা গেলেও ঘরের মধ্যে থাকা অপসেট কাগজসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। তবে এখনো ক্ষয়ক্ষতি নিরুপন করা হয়নি বলে তিনি জানান।
এদিকে তিতাস ট্রেডিং কর্পোরশেনের সমস্ত মালামাল পুড়ে যাওয়ায় পথে বসেছে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ তোফাজ্জেল হোসেন। তিনি বলেন, এই দুর্ঘটনায় তার সব শেষ হয়ে গেছে। তিনি পথে বসেছেন। আগুনে তার আনুমানিক ২৫ লাখ টাকার সম্পদ ভস্মিভুত হয়েছে বলে দাবী করেন।