প্রকাশিত: 28/04/2021
রাঙ্গুনিয়ায় নির্মাণাধীন ভবনের দেয়াল চাপা পড়ে শুভ গাশি নামে (৩০) এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) দুপুরে রাঙ্গুনিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড সৈয়দ বাড়ির হরিণ গেইট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শুভ গাশি উপজেলার কোদালা চা বাগান এলাকার পুরাত্বশ গাশির ছেলে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কপিল উদ্দিন সিকদার বলেন, সৈয়দবাড়ির হরিণ গেইট এলাকার বীর মুক্তিযোদ্ধা প্রসেনজিৎ তালুকদার বাড়ির অমিত বড়ুয়ার একটি নির্মাণাধীন ভবনের মাটি কাটার শ্রমিক হিসেবে গিয়েছিলেন শুভ গাশি। তিনি সেখানে বেইজ ঢালাইয়ের জন্য গর্ত করছিলেন।
একপর্যায়ে গর্তের কাছেই তার বাড়ির পুরাতন ভবনের একটি দেয়ালের বেশকিছু অংশ ভেঙে শুভ গাশির ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে বিকেল ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।