শিক্ষাগুরু প্রিয়গোপাল চক্রবর্তী মহোদয়ের প্রতি আকুল শ্রদ্ধায় শিক্ষক ,সাহিত্যিক বাবুল কান্তি দাশ ৷

শিক্ষাগুরু প্রিয়গোপাল চক্রবর্তী মহোদয়ের প্রতি আকুল শ্রদ্ধায় শিক্ষক ,সাহিত্যিক বাবুল কান্তি দাশ ৷

আমার  প্রাথমিক শিক্ষার পরম শ্রদ্ধাবরিষ্ট শিক্ষাগুরু প্রিয়গোপাল চক্রবর্তী। চট্টগ্রাম জেলাস্হ রাঙ্গুনীয়া উপজেলার শান্তিনিকেতন গ্রামের আর এক কৃতিপুরুষ।পন্ডিতপ্রবর এই মহান ব্যক্তিত্ব ছিলেন স্বধর্ম পরিপোষক। অত্যন্ত নিষ্ঠাবান,সদালাপী, নির্লোভ এবং নিরহংকারী এই ব্যক্তি এলাকার শিক্ষা, সংস্কৃতি প্রসারে রেখেছেন অনন্য ভূমিকা।সৃজনে মননে বাংলার কৃষ্টি ও ঐতিহ্যের ধারক।প্রাথমিক বিদ্যালয়ের একজন যশস্বী শিক্ষক।স্নেহ,প্রীতি,ভালোবাসায় যেমন ছিলেন কোমল, ঠিক তেমনি শাসনে ছিলেন কঠোর।সামাজিক দায়বদ্ধতা ছিল  প্রবল।মানুষের প্রতি ভালোবাসা ছিল অগাধ।সকলের প্রতি ভ্রাতৃত্ব ও মৈত্রীময় আচরণ চোখে পরার মত।ধর্ম দেশনায় ছিল কুসংস্কারমুক্ত।শিক্ষার আলোয় সমাজকে আলোকিত করতে সর্বদা ছিলেন সচেষ্ট। এলাকার তরুন যুবাদের নীতি নৈতিকতায় উদ্বুদ্ধ করতেন নিয়ত।পরোপকার ছিল যাঁর জীবনে অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য।এলাকার বিভিন্ন মঠ মন্দিরে তাঁর দীপ্ত উপস্হিতি এবং সকলের মধ্যে প্রীতিময় ভাব তৈরীতে ছিলেন নিষ্ঠাবান।সামাজিক শৃঙ্খলা রক্ষায় কাজ করেছেন সহযোগে সহভাগে।আমরা এমন এক অকৃতজ্ঞ যাঁর স্মৃতি রক্ষা বা সংরক্ষণে নই প্রয়াসী।স্মরণে রাখি কৃতঘ্ন সমাজ কৃতি পুরুষ সৃজন করতে পারে না।প্রজন্মের উর্দ্ধায়নে,আলোকিত করার প্রত্যয়ে এ সকল কৃতী পুরুষের অনুশীলন অনুধ্যান জরুরী।সামাজিক সুস্হিতি রক্ষায় নিয়ত কৃতীপুরুষদের অবদান স্মরণ মনন ও চর্চা আবশ্যক। সত্য সুন্দরের প্রতিভূ এই মহান শিক্ষকের প্রতি বিনম্র শ্রদ্ধা।

আরও পড়ুন

×