রামগতিতে সাংবাদিক আ হ ম ফয়সলের দাফন সম্পন্ন নাসির মাহমুদ

রামগতিতে সাংবাদিক আ হ ম ফয়সলের দাফন সম্পন্ন নাসির মাহমুদ

লক্ষ্মীপুরের রামগতিতে বিশিষ্ট সাংবাদিক  আ.হ.ম ফয়সলের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার যোহরের নামাজের পর উপজেলার আরসি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় সে কক্সবাজারের উখিয়ায় বোনের বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সাংবাদিক ফয়সলের জানাজায় উপস্থিত ছিলেন, রামগতি পৌরসভার মেয়র মেজবাহ উদ্দিন আহমেদ মেজু, যুবলীগ নেতা সোয়াইব খন্দকার, রামগতি প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কমলনগর প্রেসক্লাবের উপদেষ্টা মিজানুর রহমান মানিক, সাজ্জাদুর রহমান, বেলাল হোসেন জুয়েল ও  সাধারণ সম্পাদক ইউছুফ আলী মিঠুসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। মৃত্যুর সময় আ হ ম ফয়সল স্ত্রী, এক ছেলে ও বাবা-মাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
জানা যায় আ হ ম ফয়সল গত কয়েক দিন আগে বোনকে দেখতে কক্সবাজারের উখিয়া গিয়েছিল। শুক্রবার সন্ধ্যায় ইফতারের পর নামাজ পড়ে বসে বসে কথা বলছিলেন, ফয়সল । এসময় হঠাৎ করে অচেতন হয়ে যাওয়া দ্রুত স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সে রামগতি উপজেলার আলেকজান্ডার এলাকার রফিকুল ইসলাম তালুকদারের ছেলে।
৪২ বছরের বর্ণাঢ্য জীবনে আ.হ.ম ফয়সল সদ্য নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজপোর্টাল ইউনাইটেড নিউজের সম্পাদক এবং রামগতি প্রেসক্লাবের সদস্য ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপের মিডিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিভিন্ন বিষয় নিয়ে পত্রপত্রিকায় ব্যাপক লেখালেখি করতেন। ২০০৯ সালে তার লেখা বই ‘’অন দ্য স্পট এবং ২০১৯ সালে এএইচএম নোমান গুসি আন্তর্জাতিক শান্তি পুরস্কার বিজয়ী নামে দুটি বই প্রকাশিত হয়।

আরও পড়ুন

×