প্রতিবন্ধীসহ তিন কিশোরকে বেঁধে মধ্যযুগিয় কায়দায় পৈশাচিক নির্যাতন ঘটনায় পাঁচ আসামী আটক

প্রতিবন্ধীসহ তিন কিশোরকে বেঁধে মধ্যযুগিয় কায়দায় পৈশাচিক নির্যাতন ঘটনায় পাঁচ আসামী আটক

দিনাজপুরের ফুলবাড়ীতে ছাগল চুরির অপবাদে শারীরিক প্রতিবন্ধীসহ তিন কিশোরকে মধ্যযুগীয় কায়দায় গাছে বেঁধে পৈশাচিক নির্যাতনের ঘটনায় পাঁচজনকে আটক করেছে থানা পুলিশ।

গতকাল সোমবার দিবাগত রাতে ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে থানায় বিভিন্নস্থান থেকে দায়েরকৃত এজাহারের পাঁচজন আসামীকে আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার শিবনগর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে আফজাল হোসেন (৫৫), মো. আব্দুল আলিমের চেলে মোমিনুল ইসলাম (২৮), মৃত ইউনুস আলীর ছেলে পলাশ (২৮), পূর্ব জাফরপুর গ্রামের মহশীন আলীর ছেলে শাকিব বাবু (২৫) এবং শহিদুল ইসলামের ছেলে শিপন ইসলাম।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করা হয়েছে। বাঁকি আসামীদেরকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত শনিবার (১ মে) ছাগল চুরির অপবাদে শারীরিক প্রতিবন্ধী সৈয়দ শামীম হোসেন (১৬), রাকিবুল ইসলাম (১৫) ও নিশাতকে (১৬) মধ্যযুগীয় কায়দায় গাছে বেঁধে পৈশাচিক নির্যাতনের ঘটনা ঘটে। এঘটনায় নির্যাতনের শিকার শারীরিক প্রতিবন্ধী সৈয়দ শামীম হোসেনের বাবা সৈয়দ আব্দুর রহিম ও রাকিবুল ইসলামের বাবা মোমিনুল ইসলাম বাদী হয়ে গত রবিবার রাতে ফুলবাড়ী থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন

×