লক্ষ্মীপুরের কমলনগরে আগুনে ঘর পুড়ে সর্বশান্ত ৮ পরিবার

লক্ষ্মীপুরের কমলনগরে আগুনে ঘর পুড়ে সর্বশান্ত ৮ পরিবার

লক্ষ্মীপুরের কমলনগরে ভূমিহীনদের আশ্রয়স্থল গুচ্ছগ্রামের ৮ টি ঘর পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় ৮ টি পরিবারের ঘরে থাকা সব কিছুই পুড়ে গেছে। আজ ভোররাত(রবিবার দিবাগত রাত) ১টা ৩০মিনটের  দিকে উপজেলার চরকাদিরা এলাকার সরকারি আশ্রয়ন প্রকল্পে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থের শিকার, আবুল কালাম, মফিজুর রহমান, ইদ্রিস আলী, ফাতেমা বেগম বলেন, আমাদের পরিবার গুলোর সদস্যদের পড়নে থাকা কাপড় ছাড়া সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি ও ইসলামি আন্দোলন বাংলাদেশের নেতা মো.শরীফুল ইসলাম জানান, ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ৮ টি ঘরে থাকা আসবাবপত্র -নগদ টাকাসহ সকল ঘরের লোকজনের সমস্ত কাপড়চোপড় পুড়ে গেছে। অগ্নিকান্ডে আনুমানিক প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান নুর আলম জানান,প্রথমে স্থানীয়রা পরবর্তী ৯৯৯ নম্বর থেকে আগুন লাগার বিষয়টি আমাদের জানানো হয়। তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আড়াই ঘন্টা চেষ্টা শেষে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নিরূপণ করা যাবে। তবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। উপজেলা নিবার্হী কর্মকর্তা কামরুজ্জামান জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে গিয়েছি।ফায়ারসার্ভিস সদস্যদের সাথে থেকে আড়াইঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অনত্র সরিয়ে নিয়ে সাময়িক থাকার ব্যাবস্থা করা সহ ভোর রাতে সেহরির খাওয়ার ব্যাবস্থা করা সহ শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া প্রতি পরিবারকে ডিসি মহোদয়ের দেওয়া নগদ ১০ হাজার টাকার অনুদান সকলকে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন

×