ঝিনাইদহে নিত্য পন্যের মূল্যবৃদ্ধি ও শ্রমিক কর্মচারীদের বেতন পরিশোধে মানববন্ধন

ঝিনাইদহে নিত্য পন্যের মূল্যবৃদ্ধি ও শ্রমিক কর্মচারীদের বেতন পরিশোধে মানববন্ধন

ঝিনাইদহে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধি ও শ্রমিক-কর্মচারীদের বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। বৃহস্পতিবার (৬ মে) বেলা সাড়ে ১১ টার দিকে শহরের পায়রা চত্বরে বাম গণতান্ত্রিক জোট ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন ,সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী চাল ডাল পিঁয়াজ ভোজ্য তেলের দাম বৃদ্ধি করা হয়েছে এদের রোধ করতে হবে। তাছাড়া ঈদের আগে সকল শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা বোনাস পরিশোধ করার দাবি জানান।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, বাম গণতান্ত্রিক জোটের নেতা স্বপন বাকচী, অ্যাডভোকেট আসাদুল ইসলাম আসাদ, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারন সম্পাদক সাহিদুল এনাম পল্লব, বাম গণতান্ত্রিক জোটের সদস্য শারমিন সুলতানা, মমিনুর রহমান মৃদুল, রুবিনা খাতুন ,আসাদুর রহমান প্রমুখ।

আরও পড়ুন

×