বেনাপোল সীমান্তে ভারতীয় গাঁজাসহ আটক-১

বেনাপোল সীমান্তে ভারতীয় গাঁজাসহ আটক-১

বেনাপোল সীমাতে পুলিশের অভিযানে ১ কেজি ৭০০গ্রাম ভারতীয় গাঁজাসহ মোঃ কামরুজ্জামান কামরুল (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে বেনাপোল পোর্ট থানার পুলিশ। আটক মোঃ কামরুজ্জামান কামরুল যশোর বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী (উত্তরপাড়া) গ্রামের মোঃ সামাউল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আজ শুক্রবার (৭ই মে) সকাল ৭.৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ মাসুম বিল্লাহ সংগীয় অফিসার ও ফোর্স সহ বেনাপোল পোর্ট থানাধীন কৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি ৭০০গ্রাম ভারতীয় গাঁজাসহ মোঃ কামরুজ্জামান কামরুল নামে একজনকে হাতেনাতে আটক করে। এই সংক্রান্তে বেনাপোল পোর্ট থানার মামলা নং-৮, তাং-০৭/০৫/২০২১ ইং, ধারা-৩৬(১) এর ১৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন খান উদ্ধার মাদকসহ আসামী আটকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরো বলেন, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন

×