লক্ষ্মীপুরের রামগতিতে চিংড়ি পোনা জব্দ

লক্ষ্মীপুরের রামগতিতে চিংড়ি পোনা জব্দ

শনিবার (৮ মে ) রাত ৯ টার দিকে আলেকজান্ডার ইউনিয়নের বাংলাবাজার এলাকার মুন্সির হাট থেকে চিংড়ি পোনার ৪৮ টি ড্রাম ভর্তি একটি পিকাপ ভ্যান আটক করা হয়।
এ সময় অবৈধ চিংড়ি পোনা ব্যবসায় জড়িত থাকার অভিযোগে আবছার উদ্দিন নামক এক শ্রমিককে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মোমিনের নির্দেশনায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুচিত্র রঞ্জন দাস তার ২ হাজার টাকা অর্থদন্ড করেন।
অভিযানকালে সাথে ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন, সহকারী মৎস্য কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, এসআই মো. ফারুক ও পুলিশের সদস্যবৃন্দ।
জব্দকৃত পোনা উপজেলা পরিষদের পুকুরে অবমুক্ত করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাসিম উদ্দিন জানান, ৪৮ টি ড্রাম ভর্তি প্রায় ৭ লাখ চিংড়ি পোনা জব্দ করা হয়েছে যার বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।

আরও পড়ুন

×