ঝিনাইদহে ৩টি স্বর্ণের বারসহ চোরাকারবারি পুকু মেম্বার আটক

প্রকাশিত: 10/05/2021

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহে ৩টি স্বর্ণের বারসহ চোরাকারবারি পুকু মেম্বার আটক

ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার জীবননগরের গয়েশপুর স্কুলপাড়া মাঠ থেকে ৩টি স্বর্ণের বারসহ ইস্রাফিল হোসেন ওরফে পুকু মেম্বার (৪৬) ৫৮ বিজিবির গয়েশপুর বিওপির নায়েব সুবেদার মো: জিলাস উদ্দিনের নেতৃত্বে আটক করা হয়। সেসময় তার কাছ থেকে ১টি আরটিআর এ্যাপাচি মোটরসাইকেল ও নগদ ১,৮২০/= টাকা উদ্ধার করা হয়। ৩টি স্বর্ণের বারের ওজন  কেজি ৬৩ গ্রাম। যার বর্তমান বাজার মুল্য ৫৯ লাখ ১৮ হাজার ৬১৬ টাকা। গ্রেফতারকৃত পুকু সীমান্ত ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বর। সে জীবননগরের গয়েশপুর স্কুলপাড়ার দৌলত হোসেনের ছেলে। ৫৮ বিজিবির অধিনায়ক লে.কর্নেল কামরুল আহসান জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুকু মেম্বারকে আটক করা হয়।

আরও পড়ুন

×